সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে কলেজছাত্রীকে হত্যার দায়ে মা ও প্রেমিকের যাবজ্জীবন 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে কলেজছাত্রীকে হত্যার দায়ে মা ও প্রেমিকের যাবজ্জীবন 

রাজবাড়ীতে কলেজ পড়ুয়া মেয়েকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মা ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গত সোমবার বিকেলে এক জনাকীর্ণ আদালতে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

জানাগেছে, ২০১৩ সালের ২২ অক্টোবর রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাঁশি মোল্লার ছেলে পরকীয়া প্রেমিক খোরশেদ মোল্লার সাথে একই এলাকার জনৈক আজগর আলী সরদারের স্ত্রী হাফশিয়া (৩৫) নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় কলেজ পড়ুয়া মেয়ে মর্জিনা (১৮) দেখে ফেলে।

এসময় মা ও পরকীয়া প্রেমিক মিলে মর্জিনাকে শ্বাসরোধে হত্যা করে। মর্জিনা রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় মর্জিনার পিতা মো. আজগর আলী সরদার ওইদিনই রাজবাড়ী থানায় স্ত্রী হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদ মোল্লার বিরুদ্ধে মামলা করেন।

পরবর্তীতে রাজবাড়ী থানা পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার এবং তদন্ত শেষে উভয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি ২০১৪ সালে জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়।

আদালত দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এ্যাড. জাহিদ হোসেন বলেন, এ রায়ে তার মক্কেল সংক্ষুদ্ধ। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাড. উজির আলী শেখ বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে সমাজ থেকে অপরাধ হ্রাস পাবে।

টিএইচ